Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোন সময়ে চিন্তাও করিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হবোঃ মুমিনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview


প্রথমবারের মতো টাইগার  দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক । টস করবেন সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। কিন্তু তিনি যে দলকে নেতৃত্ব দিবেন এটা স্বপ্নেও কল্পনা করেননি।

অধিনায়ক মুমিনুল হক বলেন, কোন সময়ে চিন্তাও করে নেই, যে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হবো। স্বপ্ন ছিলো না। যাক হয়েছে, এটা আল্লাহর তায়ালার কাছে শুকরিয়া। বিশ্বের নাম্বার ওয়ান অ্যাথলেট, ক্রিকেটের সব ফরম্যাটের নাম্বার ওয়ান তিনি। একটু রোমাঞ্চ থাকবেই।

তিনি আরো বলেন, আপনি কঠিন হিসেবে দেখলে কঠিনই হবে। আমরা পজিটিভ হিসেবে দেখবো, চ্যালেঞ্জ থাকবে সেটা মোকাবেলার চেষ্টা করতে হবে।

প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত দুইদলই। গোলাপী বলে এরমধ্যে প্রস্তুতিও নিয়েছেন মিরাজ-ইমরুল-মুমিনুলরা। ম্যাচটিকে নতুন টেস্ট অধিনায়ক দেখছেন বড় সুযোগ হিসেবে।

মুমিনুল হক আরো জানান, লাইটে পিংক বলে খেলা কোন সময়ে সুযোগ হয়নি। আমার কাছে এটা ভালো সুযোগ, যদি আমরা ভালো খেলতে পারি; আমাদের জন্য ভালো।

Bootstrap Image Preview