Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় ম্যাচে টাইগার একাদশ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview


রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে  মুখোমুখি স্বাগতিক ভারত ও বাংলাদেশ। এর আগে দিল্লিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। 

এ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?  গতকাল দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, উইকেট শুকনো হলে একাদশে পরিবর্তন থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে হয়তো ব্যাটসম্যান বাড়াবে বাংলাদেশ দল। তবে অধিনায়ক নিজেও উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন।

বুধবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অকপটেই সাংবাদিকদের সেটি জানিয়েছেন, জয়ী একাদশই ধরে রাখতে চান তারা। এখন পর্যন্ত সবাই চোটমুক্ত আছে। একাদশে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানান তিনি।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট কিপার), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম ও শফিউল ইসলাম।
 

Bootstrap Image Preview