Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 আইফোনের লোভে ম্যাচ ফিক্সিং করত ভারতীয় ক্রিকেটাররা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


একটা আইফোনের লোভে ম্যাচ ফিক্সিং করত ভারতীয় ক্রিকেটাররা। শুনে অবাক লাগছে! তবে অবাক হয়ার কিছু নেই। ভারতের কর্নাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) ম্যাচ ফিক্সিংয়ের এমন অভিযোগ উঠেছে। 

সম্প্রতি কেপিএলের সঙ্গে জড়িত ছয় ক্রিকেটারকে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন ক্রিকেটার, একজন কোচ ও একজন ফ্যাঞ্চাইজি মালিক।

এর পর এই টি-টোয়েন্টি লিগে খেলা ক্রিকেটারদের অনেকেই মুখ খুলছেন। যার ফলে বেরিয়ে আসছে নিত্যনতুন তথ্য। এক ক্রিকেটারের দাবি, 'আমাকে এক ক্রিকেটার এসে বলে গেল যে, আমাকে এক জনের সঙ্গে শুধু দেখা করতে হবে। বদলে দেওয়া হবে আইফোন। একজন কোচ ছিলেন যাঁর কাজই ছিল ক্রিকেটারদের মধ্যে বিতরণের জন্য ব্যাগ-ভর্তি আইফোন নিয়ে ঘোরা।' ২০০৯ সালের প্রথম কেপিএল থেকেই খেলছেন, এমন এক ক্রিকেটার বলেছেন, 'যখন ওরা বুঝে গেল যে, কয়েকজন কিছুতেই ফিক্সিং করবে না, তখন ওরা সতর্ক হয়ে গেল।'

Bootstrap Image Preview