Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জেও পেঁয়াজের কেজি ২০০ টাকা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। মাত্র ২ দিনের ব্যবধানে ১৪০ টাকার পেঁয়াজ এখন ২০০ টাকা।

বৃহস্পতিবার চুনারুঘাটের আড়তদাররা পাইকারী ১৭০ থেকে ১৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। আর খুচরা বাজারে তা ২০০ টাকা।

পৌর এলাকার কাঁচা বাজারে কোনো কোনো দোকানে পেঁয়াজ ১৮০ টাকা বিক্রি হলেও তারা জানাচ্ছেন কম দামে কেনা ছিল, তাই বিক্রি করতে পারছি। আজ থেকে ২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নতুন আসা পেঁয়াজ পাইকাররা বেশি দামে বিক্রি করছেন, তাই আমরা দাম কমাতে পারি না।

এদিকে গ্রামাঞ্চলে খুচরা বাজারে পেঁয়াজের দাম আরও বেশি বলে জানা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত আর দাম কমার সম্ভাবনা নাই। তবে বাজারে পেঁয়াজ সরবরাহ হলে দাম কমে যাবে।

পেঁয়াজ ক্রেতা রাজিব দেব বলেন, কাল বাসায় এক পোয়া (২৫০ গ্রাম) পেঁয়াজ নিয়েছি ৪০ টাকা দিয়ে। স্ত্রীকে পেঁয়াজ কমিয়ে তরকারিতে দিতে বলেছি।

চুনারুঘাট ক্র্যাব সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী জানান, গত দুদিনেই বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে পেঁয়াজের সিন্ডিকেট এ দাম বাড়িয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের নজর দিতে আহ্বান জানিয়েছেন।

Bootstrap Image Preview