Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপ্লবের হাতে দুই সেইলাই 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


বিকেএসপিতে ইমার্জিং এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরির শিকার হয়েছেন টাইগার দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। জানা গেছে, তার হাতে দুটি সেলাই দিতে হয়েছে। 

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তিনটি ম্যাচই। টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে এসেছেন তিনি। এসেই ব্যস্ত হয়ে পড়েন ইমার্জিং এশিয়া কাপ নিয়ে। আফিফ, নাইম শেখদের সঙ্গে বিপ্লবও খেলছেন ইমার্জিং কাপে।

বিকেএসপিতে আজ বাংলাদেশ মোকাবেলা করতে নেমেছে হংকংয়ের। সেখানেই বল করতে গিয়ে আবারও ইনজুরির শিকার হলেন তিনি। জানা গেছে, নিজের বলে নিজেই ফিল্ডিং করতে গিয়েছিলেন বিপ্লব। সেই ফিল্ডিং করতে গিয়েই আবারও হাতের তালুতে ব্যথা পেলেন তিনি।জানা গেছে, দুটি সেলাই দিতে হয়েছে বিপ্লবের হাতে।
 

Bootstrap Image Preview