Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 ইনিংস হারের মুখে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০২:০১ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ০২:০১ PM

bdmorning Image Preview


ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে ইনিংস হারের মুখে পড়ে গেছে সফরকারী বাংলাদেশ। ৩৪৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিনে এখন পর্যন্ত ৪২ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করেছে।

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৯৩ রান করেছিলো স্বাগতিক ভারত। গতকাল রাতে ঐ স্কোরেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ফলে তৃতীয় দিনের শুরুতে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংস শুরু করে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৬ রানের মধ্যে দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস ফিরে যান। প্রথম ইনিংসের মত এবারও দু’জন নামের পাশে ৬ রান রেখে আউট হন।

সংক্ষিপ্ত স্কোর (টস- বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫০/১০, ৫৮.৩ ওভার (মুশফিক ৪৩, মোমিনুল ৩৭, লিটন ২১, মিঠুন ১৩, মাহমুদুল্লাহ ১০, আবু জায়েদ ৭, সাদমান ৬, ইমরুল ৬, এবাদত ২, তাইজুল ১, মিরাজ ০, সামি ৩/২৭, ইশান্ত ২/২০, অশ্বিন ২/৪৩, উমেশ ২/৪৭)।
ভারত প্রথম ইনিংস : ৪৯৩/৬ ডি, ১১৪ ওভার (আগারওয়াল ২৪৩, রাহানে ৮৬, জাদেজা ৬০*, পূজারা ৫৪, আবু জায়েদ ৪/১০৮)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৬০/৪, ২২ ওভার (মিঠুন ১৮, মুশফিকুর ৮*, মাহমুদুল্লাহ ৬*, সামি ২/৮)।

Bootstrap Image Preview