Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেয়াজ ছাড়া তরকারী খেয়ে মন ভাল ছাত্রলীগ নেতার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview


রিকশাওয়ালা থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই পিছিয়ে নেই পেঁয়াজের আলোচনায়। আর এরই ধারাবাহিকতায় পেঁয়াজ নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পিন্স।

তিনি শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে একটি পোস্ট করেন। যাতে তিনি দাবি করেন সারাদিন তার মন খারাপ থাকলেও পেঁয়াজ ছাড়া খাবার খাওয়ার পর তার মন ভালো হয়ে গিয়েছে। এছাড়া তিনি অসাধু ব্যবসায়ীদের শাস্তির জন্য পেঁয়াজ না খাওয়ারও পরামর্শ দেন।

মোতাহার হোসেন তার ফেসবুকে লেখেন, ‘সারাদিন মনটা খারাপ ছিল। সন্ধ্যায় পিঁয়াজ ছাড়া তরকারী খেয়ে মনটা ভাল হয়ে গেল। পিঁয়াজ ছাড়া তরকারী যথেষ্টই সুস্বাদু। জাতি হিসাবে আজ চারিদিকেই পিঁয়াজের জন্য আমরা হাঁ হাঁ কার তুলেছি। অন্যরা দিবে না তাই বলে আমরা না পেলে হাহা কার করতে পারিনা। আসুন আমরা সামাজিক দিক থেকে সচেতন হই। অসৎ ব্যবসায়ি দের শাস্তি দিতে খাবার মেনু থেকে এই খাবারটি বাদ দেই।’

প্রসঙ্গত, দ্বিশতক হাঁকিয়েও অপরাজিত রয়েছে পেঁয়াজ। বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা। এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকায়। সে হিসাবে শুধু এক সপ্তাহের ব্যবধানে রান্নায় অতি প্রয়োজনীয় এ মসলা জাতীয় পণ্যটির দাম প্রতিকেজিতে বেড়েছে ৯৫ টাকা।

Bootstrap Image Preview