Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিবিয়ায় বিস্কুট ফ্যাক্টরিতে বিমান হামলা, ৫ বাংলাদেশি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় পাঁচ বাংলাদেশি নাগরিক সহ অন্তত সাত জন নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরটিতে গত কয়েক মাস ধরে হামলা চলছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে জানান, ‘নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুই জন স্থানীয় নাগরিক। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

Bootstrap Image Preview