Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হংকংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা অব্যাহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০১:৫৩ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


চীনা নীতিবিরোধী কঠোর বিক্ষোভকারীরা বৃহস্পতিবারও অবরুদ্ধ অবস্থায় ছিল। মার্কিন প্রশাসন সম্প্রতি হংকং বিক্ষোভকারীদের পক্ষে সিনেটে একটি বিল পাস করলেও পরিস্থিতির উত্তরণ ঘটেনি।

মঙ্গলবার মার্কিন সিনেটে ‘হংকং হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি এ্যাক্ট’ নামের বিলটি পাস হওয়ার পর বেজিং এখনও কোন মন্তব্য করেনি। এই বিলে হংকংয়ের জনগণের গণতান্ত্রিক উচ্চাকাখাঙ্কার প্রতি শক্ত সমর্থন জানিয়েছে মার্কিন সিনেট।

চীন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে স্বাক্ষর দিয়ে এটি আইনে পরিণত করলে এর পরিণতি ভাল হবে না। বৃহস্পতিবার চীনের সরকার নিয়ন্ত্রিত এক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ধরনের বিল হংকং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করার চীনা পদক্ষেপকে ঠেকাতে পারবে না।

বৃহস্পতিবার হংকং পুঁজিবাজারের সূচক কমে যায়। মার্কিন সিনেটে পাস হওয়ার পর নিয়ম অনুযায়ী বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে।

 

Bootstrap Image Preview