Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেলফি তুলতে চাওয়া ভক্তকে পাত্তা দিল না রানু মণ্ডল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আলোচনা সমালোচনা যেন পিছু ছাড়ছে না  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি লাভ করা রানাঘাটের রানু মণ্ডলের। তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।

সম্প্রতি রানু মণ্ডলের সাথে সেলফি তুলতে চেয়ে আবদার করেন এক নারী। ওই নারীর ক্যামেরার দিকে একবার তাকিয়ে সেখান থেকে সরে যান রানু মণ্ডল। শুধু তাই নয়, ওই নারী ছবি তোলার জন্য বার বার অনুরোধ করলেও সাড়া দেননি রানু। এ সময় ক্যামেরার দিকে না তাকিয়ে, রানু এদিক ওদিক তাকাতে শুরু করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল হয়ে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক ভিডিও ও ট্রোল তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান এক প্যায়ার কা নাগমা হ্যায় গেয়ে ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি রানু মণ্ডলের গান রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন।

গানটি ভাইরাল হওয়ার পর মুম্বাইয়ে একটি রিয়েলিটি শো থেকে ডাক পান রানু মণ্ডল। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই হিমেশ রেশমিয়া রানুকে তার ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন। বিভিন্ন অনুষ্ঠানেও গান গাইতে দেখা যাচ্ছে তাকে। এভাবেই বদলে যায় তার জীবন।  

 

Bootstrap Image Preview