Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ত্রের মুখে বিধবার সর্বনাশ করলো প্রতিবেশী যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


বরিশালের গৌরনদীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভিকটিম গত ১৮ নভেম্বর রাতে বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলা সদরের আশোকাঠি গ্রামের ওই বিধবার বাবা-মা গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে তাকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে গৌরনদী বন্দরে যান। এ সুযোগে রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী রাজন খান (২৯) কৌশলে তাদের ঘরে ঢুকে চাকু ধরে জিম্মি করে ওই নারীর সর্বনাশ করেন। রাত পৌনে ১১টার দিকে ওই নারীর বাবা-মা বাড়ি ফিরে এলে তাদের উপস্থিতি টের পেয়ে রাজন খান পালিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক রয়েছে।

মেডিকেল পরীক্ষার জন্য পুলিশ শনিবার সকালে ওই নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান ওসি-তদন্ত।

Bootstrap Image Preview