Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বিয়ের পর মেয়েটা অনেক বদলে গেছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৪:২৩ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৪:২৩ PM

bdmorning Image Preview


বলিউডের তারকা অভিনেত্রী সোনম কাপুর। বাবা অনিল কাপুরের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। তবে আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর এখন বেশিরভাগ সময়ই লন্ডনে কাটাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘বিয়ের পর মেয়েটা অনেক বদলে গেছে। শিশুতোষ আচরণ একদম কমিয়ে দিয়েছে, বেশ পরিণত হয়ে উঠেছে। শুনেছি, লন্ডনে ও নিজের হাতে রান্নাও করে!’

বিয়ের আগে সোনম কখনোই রান্নাঘরে ঢোকেননি। মেয়ের এই বদলে যাওয়াকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন বাবা অনিল। তিনি বলেন, ‘নিজের সংসারের দায়িত্ব তো নিজেকেই নিতে হয়, সোনমও তাই করছে। আমি অবশ্য এখনো ওর হাতের রান্না খেয়ে দেখিনি।’

Bootstrap Image Preview