Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২৫ | ২০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে শুরু হল পুলিশি পাহারায় পেঁয়াজ বিক্রি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজশাহীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পুলিশের পাহারায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা।

রবিবার (২৪ নভেম্বর) থেকে পুলিশি পাহারায় পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করে টিসিবি।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, শনিবার ঢাকা থেকে ট্রাকবোঝায় পেঁয়াজ আসতে দেরি হয়েছে। তাই রবিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। বাজার থেকে একজন ক্রেতা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। পেঁয়াজ কেজিপ্রতি দাম পড়বে ৪৫ টাকা, যা বর্তমান বাজারমূল্যের চাইতে প্রায় ১০০ টাকা কম।

তিনি আরও বলেন, বাজারে ক্রেতাদের চাহিদা পূরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে পাঁচ টন পেঁয়াজ। প্রতি পয়েন্টে দেয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে। আপাতত রাজশাহীর পাঁচটি পয়েন্টে বিক্রি করা হচ্ছে। সম্ভব হলে পরে আরও বিক্রি পয়েন্ট বাড়ানো হবে।

রবিবার (২৪ নভেম্বর)  সকাল থেকে মহানগরীর পাঁচটি পয়েন্টে নির্ধারিত ডিলারের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। পয়েন্টগুলো হচ্ছে কোর্ট এলাকা,  সাহেববাজার জিরোপয়েন্ট, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্বর। এসব এলাকায় টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে খোলাবাজারে প্রতিদিন পেঁয়াজ বিক্রি চলবে।

Bootstrap Image Preview