স্বাগতিক ভারতের বিপক্ষে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে নিজেদের ইতিহাসে প্রথম গোলাপি বলের টেস্টে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ।
এ ম্যাচে গোটা কলকাতা যেমন গোলাপি উৎসবে মেতেছিল, তেমন রঙিন হয়নি বাংলাদেশের পারফরম্যান্স।
উল্টো বেদনার নীলে পুড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা, প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও হেরেছে ইনিংস ব্যবধানে।
আর বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে বিশ্বের প্রথম দল হিসেবে টানা ৪ টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।