প্রথম গোলাপি বলের টেস্টে ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। কিন্তু এই টেস্টে টসে জিতে ব্যাটিং নেওয়ার কোন কারণই খুঁজে পাচ্ছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টস প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, আমি জানতাম- টস জিতলে আগে বোলিং করবে বাংলাদেশ। এ নিয়ে আগেই মিটিংয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। তবে দল শুরুতে ব্যাটিং নেয়ায় ধাক্কা খেয়েছি।
বিসিবি বসের অভিযোগের বিষয়ে কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন,উনি (পাপন) হয়তো বলেছেন। তবে আমি সেখানে ছিলাম না। এ নিয়ে কোনো মন্তব্য করতে পারব না। এটা বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই।তদুপরি, পরে ব্যাট করলেও আমরা ভালো করতাম এর কোনো ওয়ার্যান্টি ছিল না। লাল কিংবা গোলাপি বলে খেলা মূখ্য নয়। এখানে পারফরম্যান্সটাই আসল।