Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০২২ ফুটবল বিশ্বকাপের ‘প্রমো’ তৈরীতে ব্যাস্ত বাংলাদেশের আমির হামজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview


ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ‘প্রমো’ তৈরীতে ব্যাস্ত বাংলাদেশের আমির হামজা।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগীতায় সকলের ‘আমির হামজার’বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়দের স্মৃতিময় দিনের ছবি সংযুক্তির মাধ্যমে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর থিমসংয়ের মাধ্যমে ‘প্রমো’ তৈরী করতে এখন ব্যাস্ত সময় পার করছে।

সকলের প্রিয় আমির হামজা,বৈশাখী টিভির ক্যামেরাতে তার মনের ছোঁয়া ও প্রানের দোলা দিয়ে বাংলাদেশের সকল খেলোয়াড়দের শৈল্পিকতা সবসময় ফুটিয়ে তোলে বৈশাখী টিভির পর্দায়।

এমতাবস্থায় তার মেধা,পরিশ্রম, ক্রীড়া প্রেমীদের আজ মুগ্ধ করেছে। আমির হামজা মনে করেন, ফুটবলকে গভীরভাবে ভালবেসে প্রাক্তন খেলোয়াড়দের সন্মান ও শ্রদ্ধা করলে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল।

আমির হামজার এই স্বপ্ন ও লক্ষ্যকে সন্মান জানিয়ে এই মহতি উদ্দ্যেগকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং তার পাশে থাকার প্রতুশ্রুতিও দেন।

আগামী ফুটবল বিশ্বকাপে আমির হামজার তৈরী ‘প্রমো’বিশেষ আকর্ষণ হিসেবে দেখতে পাব । বিশ্বফুটবল যখন খেলার মাঠে কাপাতে ব্যাস্ত থাকবে ঠিক তখনই প্রমোর ছন্দে তালে নেচে গেয়ে উল্লাস করবে বাংলার দামাল ছেলেরা।

Bootstrap Image Preview