Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে: সেনাপ্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।

আজ রোববার কক্সবাজারের রামু সেনা নিবাসে ৬টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি পুরোদমে চলছে। বেড়া নির্মাণের জন্য যে পিলার প্রয়োজন, সেনা নিবাসে তার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বলা যায় কাজ শুরু হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা প্রতিবেশীদের সাথে সব সময় ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। ওটা আমাদের জাতীয় নীতিরও অংশ। আমি আগামী মাসে মিয়ানমার সফরে যাচ্ছি সম্পর্ক উন্নয়নের জন্য। ওখানে নানা বিষয়ে আলোচনা হতে পারে।’

ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া ও সীমান্ত সড়ক নেই জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘বর্তমান সরকার মিয়ানমারের সাথে ২৮৭ কিলোমিটার সীমান্ত সড়ক করার অনুমোদন করেছে। এই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। এরপর কাজ শুরু হবে।’

আজিজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থসামাজিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কাজে অবদান রেখে চলছে।’

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, এমপি জাফর আলম, সাবেক সাতজন সেনা প্রধানসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview