Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেমিনারে মারা গেলেন শ্রমিক লীগের সম্পাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


তখন চলছিল সেমিনার। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লা উপস্থিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) সেমিনার চলাকালে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আহসান হাবীব মোল্লার মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Bootstrap Image Preview