রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সঙ্গে ‘গোলাগুলিতে’ মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে এক মাদক ও অস্ত্র কারবারি নিহত হয়েছেন। এসময় একজন র্যাব সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছে র্যাব।
সোমবার ভোর রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র্যাব ১-এর গুলিবিনিময়কালে ওই কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা, দুটি অস্ত্র, ৯টি মাদক ও একটি মারামারির মামলা রয়েছে।