১৭২ বছর পর বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব। আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণটি হবে এবং এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবীবাসী ।এ সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।
এদিন প্রায় গোটা সূর্যটাকেই ঢেকে ফেলবে চাঁদ। সূর্যের অন্তত ৯১.৯৩ শতাংশই ঢেকে যাবে চাঁদের আড়ালে। সেই অবস্থা ২ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী হবে। সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ৮ মিনিট পর্যন্ত সেই দৃশ্য দেখা যাবে।
সূর্যগ্রহণ একটি জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা। চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে এবং পৃথিবীর উপর একটি ছায়া ফেলে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অন্তরায় হয়ে গেলে সূর্যকে আর দেখা যায় না। চাঁদের এই ঢেকে ফেলার ফলে গ্রহণটি আংশিক হতে পারে, পূর্ণগ্রাস বা বলয়াকার হতে পারে।
গত ৬ জানুয়ারি ও ২ জুলাই অন্য দু’টি সূর্যগ্রহণ হয়েছিল। দ্বিতীয় সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা না গেলেও। তৃতীয়টি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে।
হিন্দু ধর্মগ্রন্থ ও জ্যোতিষশাস্ত্রের প্রেক্ষাপটে এই সূর্যগ্রহণটি অনেক তাৎপর্যপূর্ণ। পৌষ মাসের নতুন চাঁদের দিন সকালের দিকে এ সূর্যগ্রহণটি হবে।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিরল সূর্যগ্রহণের চোখ দিয়ে সরাসরি দেখা উচিত হবে না তাই অন্তত সানগ্লাস পরা উচিত।