Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইডেনে বাংলাদেশের হারে দর্শকদের টাকা ফেরত দিচ্ছে আয়োজকরা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


ইডেনে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টটি এক ইনিংস এবং ৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তৃতীয় দিনের সকাল সকালই। ফলে এই টেস্টের শেষ দুই দিনের টিকিট যারা কিনেছেন, বাধ্য হয়েই তাদের মূল্য ফেরত দিতে হচ্ছে আয়োজক সিএবিকে।

সিএবি এ বার মূলত অনলাইনে টিকিট বিক্রি করেছে। সেই দায়িত্ব যাদের ছিল, সেই ‘বুকমাইশো’ সংস্থা সিএবি-র অনুমতি নিয়ে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

যারা টিকিট কেটেছিলেন, তাদের কাছে এই সংক্রান্ত মেসেজও পৌঁছে গিয়েছে। পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই মেসেজে। আর যারা অনলাইনে টিকিট কাটেননি, তাদেরও টাকা কিভাবে ফেরত দেওয়া যায়, সেই ব্যাপারেও ভাবনাচিন্তা করছে সিএবি।

Bootstrap Image Preview