Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চীনের গুয়াংঝি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের দক্ষিণের কাউন্টি পর্যায়ের নগরী জিংঝিতে ভূমিকম্পের আঘাতে ১ জন নিহত এবং আরো ৪ জন আহত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ডক্সিন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে।

 সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিটে এ ভুমিকম্প আঘাত হানে। এসময় ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২।  প্রথম দফার ভূমিকম্পের পর সেখানে ফের ভূমিকম্প অনুভূত হয়।

জিংঝির জরুরি বিভাগ জানায়, এ ভূমিকম্পে কিছু এলাকায় ভূমিধস হয়েছে এবং অনেক বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। কাউন্টি কর্তৃপক্ষ সেখানের পরিস্থিতি মূল্যায়নে উদ্ধার কর্মী পাঠিয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০৬.৬৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

Bootstrap Image Preview