কর্মরত অবস্থায় নিহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজাউল্লাহর পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পাঁচ লাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন প্রয়াত মো. রেজাউল্লাহর বাবার হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, সরকার যেভাবে রেজাউলের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। রেজাউল্লাহর বাবাকে আশ্বস্ত করছি, ফায়ার সার্ভিসও তার পরিবারের পাশে থাকবে।
এ সময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশাসনও অর্থ) মো. হাবিবুর রহমানসহ অধিদফতরের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, চলতি বছরের ১৬ জুলাই উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল্লাহ সরকারি কাজে কর্মরত অবস্থায় মর্মান্তিক দুঘটনায় আহত হন। হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১৯৮৪ সালের ১ জুনে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন।