মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের আগে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া যেতে পারে বলে এক বিচারক রুল জারি করেছেন।
বিবিসির খবরে বলা হয়, কেতানজি ব্রাউন জ্যাকসন নামে বিচারকের দেওয়া রুলে বিশেষ করে হোয়াইট হাউসের সাবেক পরামর্শক ডন ম্যাকগেহনের সাক্ষ্য নিতে বলা হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তার সাক্ষ্য নেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স’কে মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ রুলের বিরুদ্ধে আপিল করবেন।
২০১৮ সালের অক্টোবরে ম্যাকগেহন হোয়াইট হাউস থেকে তার দায়িত্ব ছাড়েন। ট্রাম্পের বিরুদ্ধে মুলারের নেতৃত্বে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগে যে তদন্ত চলছে তাতে ট্রাম্প বাধা দিচ্ছেন কিনা তা জানতে গত মে মাসে ম্যাকগেহনকে হাউজ জুডিশিয়ারি কমিটিতে ডাকা হয়েছিল। এর এক মাস পর হাউজ জুডিশিয়ারি কমিটি ট্রাম্পের অভিশংসনের বিপক্ষে প্রতিবেদন দেয়।
এদিকে, ট্রাম্প প্রশাসন অভিশংসনের জন্য গঠিত বিভিন্ন তদন্ত দলকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসন বলছেন, ‘কেউ আইনের উর্ধ্বে নন।’