Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাসায়নিক অস্ত্র মজুত নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন অমান্য করে বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র মজুতের জন্য মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ করলো মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা রাসায়নিক অস্ত্রের নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডাব্লিউ) বার্ষিক আলোচনা সভায় সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য জানান ।

তিনি জানান, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণে আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করছে মিয়ানমার। ১৯৮০ সাল থেকে মিয়ানমারের কাছে বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের মজুত ছিল, সেগুলো ধ্বংস করা হয়নি। ওই অস্ত্রগুলো এখনো রয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, মিয়ানমারের কাছে ভারী গ্যাস উৎপাদনের একটি ক্ষেত্রে এখনো রাসায়নিক অস্ত্রের মজুত রয়েছে।

এর আগেও মিয়ানমারের বিরুদ্ধে বেশ কয়েকবার রাসায়নিক অস্ত্র উৎপাদন, মজুত ও ব্যবহারের অভিযোগ ওঠে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ এবারই প্রথম।

যদিও মিয়ানমার ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে রাসায়নিক অস্ত্র কনভেনশনে (সিডাব্লিউসি) স্বাক্ষর করে। ওই কনভেনশনের শর্তানুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশ রাসায়নিক অস্ত্র ব্যবহার, উৎপাদন কিংবা মজুত করতে পারবে না।

 

Bootstrap Image Preview