মারা যাওয়ার আগে অনেকেই অনেক রকম ইচ্ছার কথা জানান। মৃত্যুর সন্নিকটে পৌঁছে যাওয়া এক বৃদ্ধ পরিবারের সবার সঙ্গে শেষবার মদ্যপানের ইচ্ছা পোষণ করেন। সে অনুসারে বিয়ার খাওয়ার ব্যবস্থাও করা হয়।
সেই সময়কার ছবি হাজার হাজার মানুষের মন জয় করেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অ্যাপেলটনের বাসিন্দা নরবার্ট স্কেমের শেষ ইচ্ছা ছিল সেটাই। শেষবার তার ছেলেদের সঙ্গে চুমুক দেবেন বিয়ারে। ছবিতে তাকে দেখা যায়, স্ত্রী জোয়ানে ও তিন ছেলে বব, টম ও জনের সঙ্গে।
সেই ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৮৭ বছর বয়সী নরবার্ট স্কেম কোলনের ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুর ঘণ্টাকয়েক আগে ওই ছবি তোলা হয়।
মৃত্যুর ঠিক আগে জীবনের শেষ মুহূর্তগুলোয় নিজের পরিবারের সঙ্গে বিয়ারে চুমুক দিয়ে কথাবার্তা, হাসি-ঠাট্টায় মগ্ন ছিলেন মৃত্যুপথযাত্রী নরবার্ট। সে কথাও জানা গেছে ওই প্রতিবেদন থেকে।