Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আলবেনিয়ায় ৪০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview


মঙ্গলবার ভোরে আলবেনিয়ার রাজধানী তিরানা ও এর আশপাশের অঞ্চলে তীব্র কম্পাঙ্কের এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা, ইউএসজিএস জানাচ্ছে, স্থানীয় সময় ভোর ৪টেয় ৬.৪ কম্পাঙ্কের ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আলবেনিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে এই ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পাঙ্কের তীব্রতা ছিল ৬.৪। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।নিখোঁজ রয়েছে বহু মানুষ। যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই ধরে নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জোরকদমে উদ্বারকাজ শুরু হয়েছে। প্রাণের সন্ধানে দ্রুত ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এদিকে, উদ্ধারকাজ চলাকালীনই প্রথম ভূমিকম্পের তিন ঘণ্টা পরে, ফের মৃদু কম্পন অনুভূত হয়েছে। মূল ভূমিকম্পের আগেও বেশ কয়েক বার মৃদু কম্পন হয়েছিল আলবেনিয়া-সহ পুরো বলকান অঞ্চলে।

ধ্বংস্তুপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা। হতাহতদের উদ্ধারে এখনো অভিযান চলছে। গ্রিস ও ইতালিসহ পাশের দেশগুলো উদ্ধারকাজে আলবেনিয়াকে সাহায্য করছে।

আলবানিয়ায় ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর বলকান অঞ্চল এবং ইটালিতেও পুগিলা ভূমিকম্প অনুভূত হয়েছে। আলবেনিয়ায় গত ৪০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

এর আগে ১৯৭৯ সালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ১শ’৩৬ জন নিহত এবং ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল।

Bootstrap Image Preview