Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীন-রাশিয়ার সাথে ইরানের যৌথ মহড়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে ইরান। আজ বুধবার ইরানের নৌবাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি এই তথ্য জানিয়েছেন। তবে কবে এ মহড়া শুরু হবে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি তিনি।

এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইরানের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করবে না। তবে এই অঞ্চলে নিরাপত্তাহীনতা বৃদ্ধির জন্য ওয়াশিংটনই দায়ী।

খানজাদি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ছোট ভুলও করে তবে ইরানের সশস্ত্র বাহিনীর এর যথাযোগ্য জবাব দেবে। তিনি আরো বলেন, লোহিত সাগরের ও সুয়েজ খালে ইরানি জাহাজ রক্ষার জন্য আন্তর্জাতিক পানিসীমায় ছয়শ ৪৮টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান।

সূত্র: আনাদলু এজেন্সি।

Bootstrap Image Preview