Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শরীরের হাড় কাটবেন না জেরিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০২:১১ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। ২০১০ সালে সালমান খানের বিপরীতে বীর সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মতো দেখতে হওয়ায় তাকে নিয়ে অনেক আলোচনা হয়।

শারীরিক গড়ন নিয়ে প্রায়ই বিদ্রূপের শিকার হন জেরিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার চারপাশের মানুষই আমাকে অস্বস্তিতে ফেলে এবং এই বিষয়ে অবগত। যখন স্কুলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করত, আমি পাল্টা জবাব দিতাম। এক সময় গিয়ে তারা ভয়ে কিছু বলত না। আমার মতে, এরকম নেতিবাচক লোকদের এড়িয়ে চলা উচিত। আমার গড়নই মোটা। শরীরের হাড় তো কেটে ফেলতে পারব না।’

ক্যাটরিনার সঙ্গে চেহারার মিল নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় সবাই বলত আমি দেখতে আমার মায়ের মতো। এরপর সিনেমায় কাজ শুরু করলাম, সবাই বলতে শুরু করল আমি নাকি একজন অভিনেত্রীর মতো দেখতে। অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছায় আমার ছিল না। প্রথমদিকে আমার লুক, শরীর সবকিছু নিয়ে মন্তব্য অসহ্য মনে হতো। আমার সঙ্গে এরকম কেন হচ্ছে কিছু সময়ের জন্য বুঝতেই পারিনি।’

Bootstrap Image Preview