Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তেজক পোশাকে বাণীর 'রাম' নাম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য আইনি জটিলতার মুখে বলিউড অভিনেত্রী বাণী কাপুর। পিচ রঙা গভীর গলার টপ পরেছিলেন নায়িকা। সঙ্গে বেইজ রঙের লোয়ার। টপের উপর লেখা ছিল 'রাম'। সেই লেখা দেখেই আপত্তি তুলেছেন অভিনেত্রীর এক ফ্যান। এমন উত্তেজক পোশাকে 'ভগবান রাম'-এর নাম লেখা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত বলেই দাবি অভিযোগকারীর।

মুম্বইয়ের এনএম জোশী মার্গ পুলিশ স্টেশনে রমা সাওয়ান্ত বাণীর নামে অভিযোগ দায়ের করেছেন। বাণীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগেই বাণী কাপুরের এই পোশাক পরা ছবিটি ভাইরাল হয়েছিল। বিতর্কেরও জন্ম তখনই। বাণী নিজেই পুলিশ স্টেশনে ফোন করে তাঁর বয়ান রেকর্ড করার অনুরোধ করেছিলেন। যদিও জনসমক্ষে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বাণী।

Bootstrap Image Preview