Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিশা পাটানির 'ছেঁড়া' অন্তর্বাসের ছবি ভাইরাল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দিশা পাটানি কিছু দিন পর পর ইন্টারনেটে বিস্ফোরণ ঘটায়। যদিও একটি বিজ্ঞাপণের মধ্যে দিয়ে গ্ল্যামার দুনিয়ায় তার আত্মপ্রকাশ। তারপর অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি। বলিউডেও এন্ট্রি নিয়েছেন তিনি। আর ইন্সটাগ্রামে ভক্ত সংখ্যাও চমকে যাওয়ার মতো। এই মুহূর্তে তাঁর হাতে বেশ কিছু কাজ রয়েছে। তবে সেসব বাদ দিলেও মাঝেমধ্যেই ভক্তদের জন্য কিছু না কিছু উপহার রাখেন তিনি। বিকিনি ছবি তো রয়েইছে।

কয়েকদিন আগে বিখ্যাত একটি অর্ন্তবাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর দিশা প্যান্টের চেন খুলে তাঁর লাল প্যান্টি দেখিয়ে শিরোনামে এসেছিলেন। সেই সঙ্গে কালো স্পোর্টস ব্রা। ছবি নিমেষে ভাইরাল হয়েছিল।

এবার সেই ছবির জন্যই সমালোচনার শিকার অভিনেত্রী। বিখ্যাত ব্র্যান্ড কেলভিন ক্লাইনের অ্যাম্বাসেডর দিশার টর্ন প্যান্টি দেখে অনেকেই সেটিকে 'ফেটে গিয়েছে' বলে উল্লেখ করেছেন। আবার কারও আক্রমণ, 'নতুন প্যান্টি কিনে দেব?'

কাজের ক্ষেত্রে আপাতত দিশা মোহিত সুরির 'মালাঙ্গ' ছবির শ্যুটিং শুরু করবেন। তাঁর বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। ২০২০ সালে সলমানের সঙ্গে রাধ ছবিতেও দেখা যাবে দিশাকে।

Bootstrap Image Preview