Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোনার বাংলা গড়তে পাশে থাকবে ভারত সরকার: ভারতীয় হাইকমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকার অঙ্গীকার করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিয়ে কাজ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাস্তবায়নে ভারত সরকার সব সময় পাশে থাকতে চায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রংপুর চেম্বার প্রতিষ্ঠিত ও পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে বর্ধিতাংশ ৫ম তলার একাডেমিক ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এরই ফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নগর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আইটি পার্ক নির্মাণসহ শিশুকল্যাণে ভারত সরকার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। শুধু তাই নয়, ভারত সরকার প্রতি বছর বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে; যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এরপর তিনি ভারতীয় হাইকমিশনের অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল জলিল, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বার ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালক প্রমুখ।

 

Bootstrap Image Preview