Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক মাসের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ১০:৪৩ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ১০:৪৩ AM

bdmorning Image Preview


উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানে সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালানো হলো।

জাপানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার দাবিকে সমর্থন করা হয়েছে। টোকিও বলেছে, পিয়ংইয়ংয়ের ছোড়া অজ্ঞাত প্রজেক্টাইলের উচ্চতা ও গতি দেখে সেগুলোকে ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েনি।

গত ৩১ অক্টোবর জাপান সাগরে সর্বশেষ দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি নিয়মিত বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়ে আসছে। এর ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানে আতঙ্ক বাড়ছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সিঙ্গাপুর ও ভিয়েতনামের বৈঠক ফলপ্রসূ না হওয়ার কারণে পিয়ংইয়ং তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। ওইসব আলোচনা ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়ে উত্তর কোরিয়া।

Bootstrap Image Preview