Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে পেঁয়াজের মালা পরে বিধান সভায় এমপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম আকাশ ছুঁতে শুরু করেছে। দেশটিতে পেঁয়াজের বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মতোই ক্ষেপেছেন বিহারের বিধানসভার বিরোধী দল আরজেডির বিধায়ক (এমপি) শিবচন্দ্র রাম। দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে বুধবার পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যোগ দেন তিনি।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পেঁয়াজের দাম কোথাও কেজি প্রতি ৮০ টাকা। আবার কোথাও ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ায় নাভিশ্বাস ওঠছে আমজনতার। বাগে আনতে সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তাতে ফল কিছুই হয়নি। উল্টে ঝাঁজ আরো বেড়েছে পেঁয়াজের।

প্রভাবশালী বিধায়ক শিবচন্দ্র রামের অভিযোগ, পেঁয়াজের দাম বাড়তে থাকায় মানুষে স্বাভাবিক খাদ্য গ্রহণ ব্যাহত হচ্ছে। সাধারণত সারাবছরই পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে থাকে। এবার সেটা বেড়ে হয়েছে ৮০ টাকা। আর আমি এই মালা বানানো পেঁয়াজগুলো কিনেছি ১০০ টাকা কেজিতে।

তিনি বিধানসভায় ঢোকার আগে বলেন, আমি ভেতরে এই মালা পরে যাব। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন।

গরিবদের জন্য ১০ টাকা কেজি মূল্যে পেঁয়াজ দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

Bootstrap Image Preview