গত কয়েকদিন আগে মাতাল বরের নাগিন ড্যান্স (সাপের নাচ) দেখে বিয়ে ভেঙে দিয়েছেন কনে। এবার শোনা যাচ্ছে, ট্রেনিং সেশনের বিরতিতে এই নাচ নেচে ফেঁসে গেছেন প্রাথমিকের তিন শিক্ষক। তাদের নাগিন ড্যান্সের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল । আর তারপর ওই শিক্ষিকা ও আরও দুই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভারতের রাজস্থানের শিক্ষা দফতর।একজনকে বরখাস্ত করা হয়েছে, দু’জনকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
জানা গেছে, শিক্ষক, শিক্ষিকাদের একটি প্রশিক্ষণ শিবির চলছিল রাজস্থানের জালোর জেলার সেইলা এলাকায়। সেখানেই ক্লাসের মধ্যেই এই নাগিন ড্যান্স হয় বলে অভিযোগ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিক্ষিকা মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছেন। আর মাথার উপর সাপের ফণার মতো করে দু’টি হাত তুলে রেখেছেন। তার সামনে এক শিক্ষক রুমালকে সাপুড়েদের বিনের মতো করে বাজানোর ভঙ্গি করছেন। আর সেই তালে তালে নাগিন ড্যান্স করছেন ওই শিক্ষিকা। তাদের সঙ্গে যোগ দিতে দেখা যাচ্ছে আরও এক শিক্ষককেও । আশেপাশে সবাই সেই দৃশ্য উপভোগও করছেন।
যেদিন এই নাগিন ড্যান্স হয়, সেই সময় ওই প্রশিক্ষণরত শিক্ষকদের কেউ সেটি মোবাইলে রেকর্ড করে রাখেন। পরে সেটি প্রকাশ পেয়ে যায়। এরপরেই নাগিন ড্যান্সের জন্য একজনকে বরখাস্ত করা হয়। এই বিষয়ে নোটিশ ধরানো হয়েছে আরও দুই শিক্ষককে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষকদের পরিচয় জানা যায়নি।