Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝাড়ুদার পদে ৩৫০০ ইঞ্জিনিয়ার-এমবিএ পাশ উচ্চশিক্ষিতদের আবেদন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:০৬ PM

bdmorning Image Preview


বেশ কয়েক বছর ধরে ভারতীয় বিশ্লেষকরা আশঙ্কা করছিল, দেশটিতে বেকারত্ব বাড়তে পারে। সেই আশঙ্কার চিত্র ফুটে উঠেছে তামিলনাড়ুতে। সেখানে ঝাড়ুদার পদে প্রার্থী হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার ইঞ্জিনিয়ার ও এমবিএ পাস।

এর আগে দেশটির পশ্চিমবঙ্গে ডোমের জন্য নাম লিখিয়েছিলেন স্নাতকোত্তর পাস করা ছাত্ররা। এবারে তামিলনাড়ুর ওই শহরে ঝাড়ুদারের পদে নিয়োগের জন্য নাম নথিভুক্ত করেছেন ৩ হাজার ৫০০ জন এমবিএ এবং ইঞ্জিনিয়ারিং পাস।

শুক্রবার (২৯ নভেম্বর) একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে বলা হযেছে, কোয়েম্বাটুর শহরের ঝাড়ুদারের ১৪টি পদের জন্য ইতিমধ্যে প্রায় ৪০ হাজার নাম জমা পড়েছে। এর মধ্যে একটা বিরাট সংখ্যক উচ্চশিক্ষিত ছাত্র-ছাত্রী।

Bootstrap Image Preview