Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১০০ টাকায় এক পিস পেঁয়াজ কিনলেন আড়ৎদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে একটি পেঁয়াজের মূল্য ১০০ টাকা এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, চীন থেকে আমদানি করা পেঁয়াজ ৩ থেকে ৪ টিতে ১ কেজি ওজন হচ্ছে। বর্তমানে খুচরা বাজারে চীনা এসব পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ৪৬০ গ্রাম ওজনের একটি পেঁয়াজ ১০০ টাকা দিয়ে কিনেছেন সাতক্ষীরা বড়বাজারের আলুর আড়ৎদার ফজলুর রহমান।

এসময় তিনি বলেন, জাহাঙ্গীর স্টোর থেকে ৪৬০ গ্রাম ওজনের একটি পেঁয়াজ ১০০ টাকা দিয়ে কিনেছি। এই পেঁয়াজ প্রতি কেজি ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাতক্ষীরা জেলা মার্কেটিং অফিসার এস এম আব্দুল্লাহ বলেন, বড় বাজারে কিছু পেঁয়াজ এসেছে সেগুলো সাইজ অনেক বড়। ৩ থেকে ৪টির ওজন ১ কেজি হচ্ছে। তবে অন্যদিনের তুলনায় আজ পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

Bootstrap Image Preview