Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গত ১০ মাসে বন্ধ হয়েছে ৬০ পোশাক কারখানা, চাকরিহারা ৩০ হাজার শ্রমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:২৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সরকারের দেয়া বিভিন্ন ধরনের প্রণোদনার পরেও দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পের সংকট যেন কাটছেই না। আর্থিক সক্ষমতার অভাবে চাকরি হারাচ্ছেন এ খাতের অসংখ্য শ্রমিক।

গত মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেয়া এক পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর এই ১০ মাসে ৬০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কাজ করা ২৯ হাজার ৫৯৪ জন শ্রমিক চাকরি হারিয়েছেন।

এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি রুবানা হক বলেন, ‘আর্থিক সমস্যার কারণে গত ১০ মাসে ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, ২৯ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’

Bootstrap Image Preview