Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাজ দৈনিক ৯ ঘন্টা করে ঘুমানো! বেতন ১ লাখ টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview


অকল্পনীয় এক ‘চাকরি’! ‘ওয়েকফিট নামের একটি সংস্থা মানুষকে ঘুমের সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’। এই সময়ে দৈনিক ৯ ঘণ্টা করে ঘুমোতে হবে আপনাকে।

নিজেদের ওয়েবসাইটে ওই সংস্থা এই চাকরির জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে। তাদের চাহিদা, ‘আপনি কি রাতে আপনার প্রিয় শোগুলি না দেখে তার বদলে ৯ ঘণ্টা ঘুমোতে পারবেন? যদি তাই হয়, তাহলে আপনি হতে পারেন যোগ্য প্রার্থী, আমরা যাঁর খোঁজ করছি।’

‘জব ডেসক্রিপশন’ বা কাজের বিবরণে বলা হয়েছে, এমন প্রার্থী কাম্য যিনি শোয়ার ১০-২০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে পারেন। এবং যাঁর ক্ষমতা রয়েছে, যখন তখন সামান্য সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ার।

আপনার মূল কাজ হবে রাতে টিভি বা মোবাইলে সময় নষ্ট না করা। নিজের ফোনে আসা নোটিফিকেশনকেও না দেখা। সব কিছু ঝেড়ে ফেলে কেবল নিশ্ছিদ্র আরামের ঘুম। এটুকুই ‘কাজ'!

‘বিজনেস ইনসাইডার’ সূত্রে জানা যাচ্ছে, ‘ওয়েকফিট’ তাদের ইন্টার্নদের ঘুমানোর সময় লক্ষ করবে। ইন্টার্নদের ঘুমাতে হবে তাদের দেওয়া ম্যাট্রেসে। সেই সঙ্গে একটি ‘স্লিপ ট্র্যাকার’-এ লক্ষ্য করা হবে ম্যাট্রেস ব্যবহারের আগে তাঁরা কেমন ঘুমাচ্ছেন। তারপর ওই ম্যাট্রেসে শুয়ে ঘুমানোর সময় কী কী পরিবর্তন হচ্ছে ঘুমের। পাশাপাশি কাউন্সেলিং সেশনও থাকবে।

নির্বাচিত প্রতিনিধিদের দেওয়া হবে ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা)। শর্ত কেবল এইটুকুই- দৈনিক ‘ওয়েকফিট’-এর ম্যাট্রেসে ৯ ঘণ্টা ঘুম। আর সেই ডেটা ‘ওয়েকফিট’-এর সঙ্গে শেয়ার করতে হবে। ব্যাস, তাহলেই এই চাকরি আপনার। কী ভাবছেন? আবেদন করবেন?

Bootstrap Image Preview