Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লন্ডন ব্রিজে ফের সন্ত্রাসী হামলা, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ AM

bdmorning Image Preview


ইংল্যান্ডের লন্ডন ব্রিজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। একে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন হামলাকারী বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার ঘটনায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে লন্ডন ব্রিজ এলাকা। লোকজনকে দ্রুত সেখান থেকে সরানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারী ইতোপূর্বে সন্ত্রাসী হামলার দায়ে কারাভোগ করেছেন বলে । তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের বরাতে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় ১.৫৮ মিনিটে ব্রিজের ওপর ছুরি হামলার ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, একাধিক জন ছুরিবিদ্ধ হয়েছেন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

 স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি 'ঘটনা' ঘটেছে। আমরা প্রাথমিক অবস্থায় রয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এক সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ব্রিজের এক প্রান্তে এক ব্যক্তির ওপর কয়েক ব্যক্তিকে হামলা চালাতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে সেখানে থাকা মানুষদের সরিয়ে দেওয়া হয়। তারপরেও ব্রিজের ওপর গুলির শব্দ শোনা গেছে।

Bootstrap Image Preview