Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রেস্তোরাঁ কর্মীকে গাড়ি বখশিশ দিলেন ক্রেতা দম্পতি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


প্রতিদিন প্রায় ২২ কিলোমিটার হেঁটে রেস্টুরেন্টে কাজ করতেন এক তরুণী। রেস্টুরেন্টে এসে তার কষ্টের এ গল্প শুনে তাকে বখশিশ হিসেবে একটি গাড়ি দিয়েছেন ওই রেস্তোরাঁর এক গ্রাহক দম্পতি।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ ঘটনা ঘটেছে।

টেক্সাসের গালভেস্টনে রেস্টুরেন্ট চেইন ডেনিসের একটি শাখায় কাজ করেন অ্যাড্রিয়ানা এডওয়ার্ড। প্রতিদিন বাড়ি থেকে তাঁর কর্মস্থলে আসতে লাগত প্রায় পাঁচ ঘণ্টা। কারণ তিনি ওই সাড়ে বাইশ কিলোমিটার রাস্তা হেঁটেই আসতেন।

আসলে অ্যাড্রিয়ানা এভাবে পয়সা সঞ্চয় করছিলেন। সেই পয়সায় তিনি গাড়ি কিনবেন ঠিক করেছিলেন। তবে পয়সা জোগাড় না হলেও এখন তাঁকে আর হেঁটে আসতে হয় না। গাড়ি বখশিশ দিয়েছেন রেস্তোরাঁর এক ক্রেতা দম্পতি। তবে তাঁরা তাঁদের পরিচয় গোপন রেখেছেন।

মঙ্গলাবর ওই দম্পতি সেই রেস্টুরেন্টে যান। কথা কথায় সেখানে অ্যাড্রিয়ানার কাহিনি জানতে পারেন। তারপরই তাঁরা ঠিক করেন অ্যাড্রিয়ানাকে গাড়ি বখশিশ দেবেন। সেই মতো ‘২০১১ নিসান সেন্ট্রা’ কিনে কয়েক ঘণ্টা পরে রেস্টুরেন্টে ফিরে আসেন। এবং অ্যাড্রিয়ানার হাতে তুলে দেন নতুন গাড়ির চাবি। আনন্দে আত্মহারা হয়ে যান অ্যাড্রিয়ানা।

Bootstrap Image Preview