রাজধানীর বিজয় স্মরণীতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। ওই ছাত্রীর নাম আকলিমা আকতার জুই (২৪)। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী।
আহত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান।
উদ্ধারকারী মোটরসাইকেল চালক সুমনের বরাত দিয়ে তিনি বলেন, ‘মিরপুরের কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে তিনি নিচে পড়ে যান। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন ওই চালক।’
এএসআই জানান, মেয়েটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। ঢামেকে তার প্রাথমিক চিকিৎসা শেষে আইসিইউতে রাখা হয়েছে।
আহত ছাত্রী জুইয়ের সহপাঠী ঋতু আকতার বলেন, ‘জুই পূর্ব কাজীপাড়ায় থাকেন। সেখান থেকে উবারের মোটরসাইকেল যোগে ফার্মগেট কোচিংয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। সে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’