Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যা, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে আমির হোসেন (৫০) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আমিরকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির ক্যান্সার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি শরীতপুর জেলার জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। বর্তমানে খিলক্ষেত শিকদার বাড়ি এলাকায় থাকতেন।

স্থানীরা জানান, ঢামেক হাসপাতালের সাবেক পাম্প অপারেটর মৃত আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম একটি ব্যাট দিয়ে আমিরকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখান থেকে তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা ইব্রাহিমকে ধরে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন।

Bootstrap Image Preview