কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু বিজেপি দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।
এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। খবর দ্য ওয়াল এর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রাক্তন এই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে।
তিনি বলেন, সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?
তিনি আরও বলেন, এনআরসি এনআরসি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে! সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না। তারা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে!
উল্লেখ্য, ভারতের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ চলছেই। মোদি ও অমিতকে নিয়ে দেশটির লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর এমন মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।