Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণের পর গায়ে আগুন, ৯দিন পর কিশোরীর মৃত্যু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৮ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


ভারতের উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে জ্বালিয়ে দিয়েছিল প্রতিবেশী। পুড়ে গিয়েছিল শরীরের ৮০ শতাংশ। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বাঁচানো গেল তাকে। ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার স্বীকার করল নাবালিকা। গতকাল হাসপাতালেই মারা যায় ওই কিশোরী। গত ২১ নভেম্বর সাম্ভালের নাখাসা থানা একটি এলাকায় ঘটে এই নৃশংস অপরাধের ঘটনা।

স্থানীয় পলিশের এএসপি অলোক জয়সওয়াল জানান, মা ও বোনের সঙ্গে থাকত মেয়েটি। ওই এলাকাতেই থাকত জিশান। মা ও বোন ওষুধ কিনতে বাজার যাওয়ায় মেয়েটি বাড়িতে একা ছিল। সেই সুযোগ নিয়ে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে জিশান। আর সেখানেই ওই কিশোরীকে ধর্ষণ করে।

পুলিশকে মেয়েটির মা জানান, তিনি বাড়ি ফিরে দেখেন তার মেয়েকে জিশান ধর্ষণ করছে। মেয়েটির মা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই খেপে গিয়ে মেয়েটির গায়ে কেরোসিন ঢেলে দেয় জিশান। তারপর আগুন ধরিয়ে দিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।

অলোক জয়সওয়াল জানান, অভিযুক্ত ৩০ বছরের জিশানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলা যতো দ্রুত সম্ভব অপরাধীর কড়া সাজার চেষ্টা করা হবে। আর্থিক সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে।

Bootstrap Image Preview