Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার ছেলেকেও পুড়িয়ে মারা হোক : ধর্ষকের মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


পশু চিকিৎসক এক তরুণীকে (২৬) গণধর্ষণ করে হত্যার পরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। এই ঘটনায় ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় দর্ষণের শিকার তরুণী মায়ের দাবি, তার মেয়েকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, সে ভাবেই প্রকাশ্য রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হোক ধর্ষকদের শরীরে।

এদিকে, চার অভিযুক্তের মধ্যে একজনের মা নিজের ছেলেকেই পুড়িযে মারার আহ্বান জানিয়েছেন। তবে প্রকাশ্যে নয়, একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ওই অভিযুক্তের মাকে বলতে শোনা গেছে, মেয়েটিকে যেভাবে পুড়িয়ে মেরেছে ঠিক সেভাবেই আমার ছেলেকেও পুড়িয়ে মারা হোক। একইসঙ্গে তিনি নিহত পশু চিকিত্সকের মায়ের প্রতি সমবেদনাও জানিয়েছে।

গত বুধবার হায়দরাবাদে এক পশু চিকিত্‍‌সককে ধর্ষণ করে খুন করা হয়। শুক্রবারই ওই ঘটনায় ধরা পড়েছে অভিযুক্ত মোহাম্মদ আরিফ, জোল্লু শিবা, জোল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু। শনিবার তেলঙ্গানার শাদনগরের ম্যাজিস্ট্রেট ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন তাদের।

Bootstrap Image Preview