Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মঞ্চে উঠে গান ভুলে আবারো বিতর্কে রানু মণ্ডল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আগের বিতর্কের রেশ কাটতে না কাটতেই মঞ্চে উঠে গান ভুলে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গায়িকা রানু মণ্ডল।

ভাইরাল হবার পর থেকে তার গান সবাই শুনতে চায়। তাই বিভিন্ন রিয়েলিটি শো থেকে ডাক পাচ্ছেন রানু। সেরকমই একটি রিয়েলিটি শো'র মঞ্চে ঘটে এই বিপত্তি।

শো'র শেষে রাণুকে গাইতে অনুরোধ করেন সঞ্চালক-সাংবাদিক বারখা দত্ত। হাতে মাইক নিয়ে নিজেই রানু বলেন, হিমেশের সঙ্গে তার ডুয়েট গান গাইবেন। মাইক হাতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন রানু। তারপর মাইক হাতেই বলে ওঠেন, 'ওহ মাই গড, গান ভুলে গেছি!

সেই ভিডিও সামনে আসতেই লুফে নিল নেটিজেনরা। সঙ্গে সঙ্গে মিম হয়ে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় সেই ভিডিও। ফের সকলের হাসির আর উপহাসের পাত্র রানু মণ্ডল।  

 

Bootstrap Image Preview