Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মরদেহ নেয়ার পথে দুর্ঘটনায় নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:০৫ PM

bdmorning Image Preview


নেপালের সুনসারি জেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন।

শনিবার রাতে জেলার হরিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বীরগঞ্জ থেকে বিরাটনগর এলাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়।

জানা গেছে, এক ব্যক্তির মরদেহ বহন করে নিয়ে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। এছাড়া নিহত ব্যক্তির দুই সন্তানসহ পাঁচ আত্মীয়ও ছিল অ্যাম্বুলেন্সটিতে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ যাত্রীরা সবাই নিহত হয়।

ঘন কুয়াশার কারণে ট্রাকচালক উল্টো দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Bootstrap Image Preview