Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলন্ত ট্রেনের বগিতে ফেলে যাওয়া ব্যাগে মিললো শিশুর লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৫১ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৫১ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জে লোকাল ট্রেনের বগিতে ফেলে যাওয়া ব্যাগ থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন বিশ্বাস জানান, ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশ নিয়মিত ট্রেনের বগিসহ সন্দেহজনক ব্যাগ-পোটলা চেক করে থাকেন। ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জগামী লোকাল ট্রেনটি জামতৈল স্টেশন পার হবার পর ট্রেনে তল্লাশির সময় শেষ বগিতে একটি সিটের ওপর ব্যাগ দেখতে পায়। ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে ব্যাগটি খোলা হয়। এ সময় সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর লাশ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ কৌশলে ব্যাগটি রেখে গেছে। তবে ব্যাগটির কোন মালিককে খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Bootstrap Image Preview