Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্তানদের খুনের পর দুই স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


ভারতে দুই সন্তানকে খুনের পর দুই স্ত্রীকে নিয়ে নয় তলা ফ্ল্যাট থেকে নীচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন গুলশান নামের এক ব্যবসায়ী। এ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

তবে একটি সূত্র বলছে, সঞ্জনা গুলশানের স্ত্রী নন, বিজনেস পার্টনার। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে দেওয়ালে সেঁটে দেওয়া হয়।

সেখানে রাকেশ ভার্মা নামে এক ব্যক্তির নাম পাওয়া গেছে। শেষকৃত্যের জন্য কিছু টাকা রেখে যাওয়ারও কথা লেখা হয়েছে ওই চিঠিতে। ঠিক কী কারণে ওই আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিস।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে এক ছেলে (১৩) ও এক মেয়েকে (১১) প্রথমে শ্বাসরোধ করে খুন করেন গুলশান। পরে ছুরি দিয়ে তাদের গলা কেটে দেন। এরপরেই দুই স্ত্রীকে নিয়ে নয় তলা থেকে নীচে লাফিয়ে পড়েন তিনি। এমনকি খুন করা হয়েছে বাড়ির পোষা খরগোশটিকেও।

পুলিস আরও জানায়, বাড়ির নীচে পড়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীর। অন্যজন মারাত্মক আহত হন। পরে হাসপাতালে মারা যান দ্বিতীয় নারী। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তি থেকেই ওই কাজ করেছেন গুলশান। এর পেছনে দুই স্ত্রী থাকা একটা কারণ হতে পারে। নিহত দুই স্ত্রীর নাম পারভিন ও সঞ্জনা।

Bootstrap Image Preview